আশিক আলী বিশ্বনাথ ::::
সিলেটের বিশ^নাথে ১কোটি ৯লাখ ব্যায়ে প্রায় চার কিলোমিটার সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দশঘর ইউনিয়নের পীরের বাজার ধরারাই মান্দারুকা বাজার এই সড়ক সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বির খান। এসময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা সামছু মিয়া লয়লুছ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ খাঁন, শহীদ আহমদ, উপ-সহকারী প্রকৌশলী প্রদ্বীপ চন্দ্র দেবনাথ, ঠিকাদার হাব উল্লা, আলী আহমদ, ফজলু বারী, আব্দুল লালিম ও শামছুল ইসলাম।