• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক কারবারির ছয় মাসের জেল

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২০
বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক কারবারির ছয় মাসের জেল

বড়লেখা, প্রতিনিধি :  মৌলভীবাজারের বড়লেখায় দুই মাদক কারবারিকে ছয় মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান এ রায় দেন।
দ-প্রাপ্তরা হলেন উপজেলার মহদিকোনা গ্রামের কালামিয়ার ছেলে মো. নূর আলী (৫০) ও বালিচর গ্রামের হবিবুর রহমানের ছেলে কাওছার আহমদ (২২)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে বড়লেখা সদর ইউনিয়নের মহদিকোনা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে গাঁজা কেনাবেচা অবস্থায় নূর আলী ও কাওছার আহমদকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে আদালত পরিচালনা করে মাদক আইনে দুজনের ছয়মাসের বিনাশ্রম কারাদ- দেন ইউএনও এবং নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান। অভিযানে বড়লেখা থানা পুলিশের একটি দল সহায়তা করে।
বিষয়টি নিশ্চিত করে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।’

সংবাদটি শেয়ার করুন