• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কানাইঘাটে ৪২’তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২০
কানাইঘাটে ৪২’তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

কানাইঘাট প্রতিনিধি:
কানাইঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে ৪২’তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা গতকাল বৃহস্পতিবার দিনভর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মেলায় উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে তাদের আবিস্কৃত প্রযুক্তি, যন্ত্রপাতি সহ করোনা থেকে মানুষকে সচেতন করার জন্য সেনিট্রাজার সামগ্রী সহজ ব্যবহার তোলে ধরেন শিক্ষার্থীরা। বিকেল ৩টায় এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কানাইঘাট ফজিলাতুনন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট সরকারী কলেজের সহকারী অধ্যাপক মইনুল হক চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাস, কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। বিজ্ঞান ও প্রযুক্তি মেলার অনুষ্ঠানে বক্তারা বলেন, আইসিটি সেক্টর এগিয়ে নিতে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন যাতে করে আমাদের শিক্ষার্থীরা তাদের নিজেদের আবিষ্কৃত প্রযুক্তির ব্যবহার করে দেশকে সৃমদ্ধির দিকে এগিয়ে নিতে পারেন। অনুষ্ঠান শেষে মেলায় বিজয়ী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তোলে দেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন