• ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাবান, ১৪৪৬ হিজরি

বড়লেখায় নৌকার মাঝি হলেন কামরান

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২০
বড়লেখায় নৌকার মাঝি হলেন কামরান

পৌর নির্বাচন……..
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখা পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক বর্তমান মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীকে দলের চূড়ান্ত প্রার্থী মনোনীত করা হয়।

এ প্রসঙ্গে আবুল ইমাম মো. কামরান চৌধুরী বলেন,
দলীয় মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি পরিবেশ মন্ত্রী, জেলা ও উপজেলা আওয়ামী লীগের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

আবুল ইমাম মো. কামরান চৌধুরী ২০১৫ সালের পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ৪০৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন।

প্রসঙ্গত, প্রথম ধাপে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন