• ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ১১ই রমজান, ১৪৪৪ হিজরি

বিশ্বনাথে হত্যা মামলার আসামির ধান কাটতে গিয়ে তিন শ্রমিক আটক

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২০
বিশ্বনাথে হত্যা মামলার আসামির ধান কাটতে গিয়ে তিন শ্রমিক আটক

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে মাদরাসা ছাত্র শিশু রবিউল ইসলাম (১২) হত্যা মামলার প্রধান আসামির আমন ধান কাটতে গিয়ে পুলিশের হাতে তিন শ্রমিক আটক হয়েছে। তারা হচ্ছে উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেঘরি গ্রামের আইয়ব আলীর পুত্র বাবুল মিয়া (৩০), খড়পাড়া গ্রামের সামছুন নুরের পুত্র শফিক নুর (১৯) ও খাজাঞ্জি ইউনিয়নের কুড়িখলা গ্রামের মৃত তজম্মুল আলীর পুত্র মকবুল ইসলাম (৩৮)। বুধবার দুপুরে ওই হত্যা মামলার প্রধান আসামি খড়পাড়া গ্রামের ছাদিকুর রহমান (৪৫) এর পাকা ধানি জমি থেকে তাদেরকে আটক করা হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত রাত ১১টায় থানার ওসি শামীম মূসা বলে- তাদের বিরুদ্ধে কোন মামলা নেই। তবে বৃহস্পতিবার সকালে আইনানুগ ব্যস্থা গ্রহণ করা হবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন