• ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সাংবাদিক মতিউল বারীর শ্বশুড়ের ইন্তেকাল : শ্যামল সিলেট পরিবারের শোক

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২০
সাংবাদিক মতিউল বারীর শ্বশুড়ের ইন্তেকাল : শ্যামল সিলেট পরিবারের শোক

দৈনিক শ্যামল সিলেট’র সহকারি সম্পাদক, ব্যাংকার মতিউল বারী চৌধুরী শ্বশুড় ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ধারণ মির্জাপুর গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম চৌধুরী ছালিক আর নেই।
বুধবার (০২ ডিসেম্বর) রাত ১০টায় নগরীর হাওয়া পাড়া দিশারী ১০৪/এ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ বৃহস্পতিবার ( ৩ডিসেম্বর) বাদ যোহর হযরত শাহ জালাল (র.) দরগাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে শাহজালাল (র.) দরগাহ সংলগ্ন কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।
দৈনিক শ্যামল সিলেট পরিবারের শোক: সাংবাদিক মতিউল বারী চৌধুরীর শ্বশুড় নুরুল ইসলাম চৌধুরী ছালিকের মৃত্যুতে শোক জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন সম্পাদক মন্ডলীর সভাপতি সামসুজ্জামান জামান, ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মুকিত, বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ ও প্রধান প্রতিবেদক মো. নাসির উদ্দিন। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন