আগামী ২৭ ডিসেম্বর (রবিবার) সকাল থেকে ৬ দফা দাবিতে ধর্মঘট কর্মসূচী সফলের লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্টিবিউটার্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশন, বাংলাদেশ ট্যাংকলরী অনার্স এসোসিয়েশন এবং বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর রাতে এসোসিয়েশনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
দাবিগুলো হচ্ছে, জ্বালানী তেল বিপণন কোম্পানি কর্তৃক নি¤œমানের পেট্রোল সরবরাহ বন্ধ করতে হবে এবং পূর্বের ন্যায় সিলেট গ্যাস ফিল্ড এর উন্নত মানের পেট্রোল সরবরাহ করতে হবে। জ্বালানী তেলের মান নিয়ন্ত্রণ করার জন্য সিলেটের প্রত্যেক ডিপোতে জ্বালানী তেল টেস্টিং ল্যাব স্থাপন করতে হবে। বিভিন্ন সরকারী সংস্থা কর্তৃক অন্যায় ও উদ্দেশ্যমূলক হয়রানী আচরণ বন্ধ করতে হবে। সরকারী অধিদপ্তর কর্তৃক পেট্রোল পাম্পে অভিযান পরিচালনাকালে এসোসিয়েশনের প্রতিনিধি ও তেল বিপণন কোম্পানির প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে হবে। সরকারী অধিদপ্তর কর্তৃক প্রদত্ত লাইসেন্স সমূহ নবায়ন সহজ করতে হবে। দুর্বৃত্ত পরায়ণ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা আমিরুল ইসলাম মাসুদকে অবিলম্বে সিলেট থেকে প্রত্যাহার করতে হবে।
সিএনজি এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও জুবায়ের আহমদ চৌধুরী পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পেট্রোল পাম্প এসোসিয়েশনের সভাপতি মো. মোস্তফা কামাল, মো. ফরিদ আহমদ, হুমায়ুন আহমদ, কাজী মাহবুব হোসেন, মো. ফয়জুল ইসলাম, মো. হুরায়রা এপতার হোসেন, সাহেদ আহমদ, আব্দুল মুমিন, হোসেন আহমদ, লোকমান আহমদ মাছুম, এডভোকেট নাদিম রহমান, জুবের আহমদ খোকন, খান মো. ফরিদ উদ্দিন, আনহার উদ্দিন, মো. মনিরুল ইসলাম, সায়েম আহমদ, রাসেল আহমদ, মো. আখতার হোসেন, আব্দুল মুনাইম চৌধুরী, এনামুল হক রুবেল, ডা. আজির উদ্দিন, সুব্রত ধর বাপ্পি, আমির আহমদ, বিশ্বজ্যিৎ দেব, মো. সাফির খাঁন, আফজাল আহমদ, মো. ইউনিছ মিয়া, মো. সানোয়ার আলী, মো. সাজুওয়ান আহমদ, মো. নুরুল ওয়াছে আলতাফী, আলী আফসার মো. ফাহিম, মো. ফয়েজ উদ্দিন আহমদ, রিয়াসাদ আজিম আদনান, মোস্তফা কামাল, গোলাপগঞ্জ পৌরসভা বাস্তবায়ন কমিটির সভাপতি ছালিক আহমদ, আমির আহমদ, আফজালুর রহমান, মো. রিয়াদ উদ্দিন, মো. কামাল হোসেন, মো. সিরাজুল হুসেন আহমদ, মো. রফিকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি