• ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিলেন সাংবাদিক খালেদ হোসেন

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২০
কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিলেন সাংবাদিক খালেদ হোসেন

নিজস্ব সংবাদদাতা, গোলাপগঞ্জ ::: আসন্ন গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিলেন সাংবাদিক খালেদ হোসেন।

 

বুধবার দুপুরে পৌরসভার ৪নং ওয়ার্ডের এলাকার সর্বস্তরের নাগরিকদের সাথে নিয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমানের কাছে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।

 

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যান সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি অজামিল চন্দ্র নাথ, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সাংবাদিক কল্যান সমিতির যুগ্ম সম্পাদক জয় রায় হিমেল, কোষাধ্যক্ষ সুলতান আবু নাসের, সাংবাদিক রুবেল আহমদ, রাবেল আহমদ, প্রবীণ মুরব্বি ছিদ্দেক আলী, সফি উল্লাহ, আব্দুল হাশিম, কামিল আহমদ, মজির উদ্দিন, প্রবাসী আবুল কাশেম, সুফিয়ান আহমদ, তরুন সমাজকর্মী দুলাল আহমদ, সিদ্দিক আহমদ, হেলাল আহমদ, এমাজ উদ্দিনসহ এলাকার সর্বস্তরের নাগরিক।

 

উল্লেখ্য, খালেদ হোসেন দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পেশায় জড়িত আছেন।

 

তিনি সিলেটের দৈনিক সিলেট মিরর, দৈনিক সিলেটের মানচিত্র, দৈনিক খোলাকাগজ, জি টোয়েন্টি ফোর টেলিভিশনের চেয়ারম্যান, দ্যা সিলেট টোয়েন্টি ফোর অনলাইন পোর্টালের সম্পাদকসহ বিভিন্ন পত্র-পত্রিকায় কাজ করেছেন।

সংবাদটি শেয়ার করুন