• ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন প্যানেল মেয়র তৌফিক বকস্ লিপন

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২০
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন প্যানেল মেয়র তৌফিক বকস্ লিপন

নতুন বছর ২০২১ উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ডবাসী, সিলেটবাসীসহ দেশে ও প্রবাসে থাকা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) ও ২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের নির্বাচিত সফল কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন।

রোটারিয়ান তৌফিক বকস্ লিপন নববর্ষের এক শুভেচ্ছা বার্তায় বলেন, চিরায়িত নিয়মে পাল্টে যাচ্ছে ক্যালেন্ডার।
দেখতে দেখতে চলে গেল আরেকটি বছর ।  শুরু হয়ে গেল নতুন বছর।  আগমন হয় নতুন কিছু নিয়ে নতুন বছরের,নতুন দিনের ।  নতুন কিছু পাবার আশায় শুরু হয় আমাদের জীবন যাত্রা।  ২০২০ সালে অনেকেই অনেক কিছু হারিয়েছেন । অনেক প্রিয়মুখ চিরতরে চলে গেলেন আমাদের ছেড়ে।

২০২০ সালে করোনা মহামারি শুরু হয়েছিলো, যা আজও বিশ্বব্যাপী বিরাজ করছে।

নতুন বছরে আমরা আর চাইনা আপনজনকে হারাতে। সবাই করোনা ভাইরাস থেকে রক্ষা পান, সেই দোয়া করি।  সবাইকে ২০২১ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।  বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন