• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

প্রবাসীরা কষ্টের টাকা দেশে পাঠায়, দুর্নীতিবাজরা টাকা বিদেশে পাঠায়

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ২, ২০২১
প্রবাসীরা কষ্টের টাকা দেশে পাঠায়, দুর্নীতিবাজরা টাকা বিদেশে পাঠায়

ওসমানীনগর প্রতিনিধি :::
সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, আমাদের প্রবাসীরা বিদেশে কষ্টার্জিত টাকা দেশে প্রেরণ করেন আর কিছু দুর্নীতিবাজ দেশের টাকা বিদেশে পাচার করে। কিছু সংখ্যক বাটপার ব্যাংক লুঠপাঠ করছে, শেয়ারবাজার ধ্বংস করেছে।  মঙ্গলবার সিলেটের ওসমানীনগরের নুরপুর গ্রামে প্রবাসী গোলাম কিবিরয়ার উদ্যোগে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
গ্রামের আপ্তাব আলীর সভাপতিত্বে ও নজমুল হক ও হোসেন আহমদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, প্রবাসী সুফি মিয়া, কাপ্তান মিয়া, আবুল কালাম আজাদ, গৌছ মিয়া, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রাক্তন শিক্ষক আওলাদ আলী প্রমূখ। একই দিনে এমপি এলাকার বিভিন্ন সড়ক ও উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতাকর্মীও এলাকাবাসী সাথে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন