• ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

কদমতলী এম এ কাদির হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসায় বই বিতরন সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২১
কদমতলী এম এ কাদির হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসায় বই বিতরন সম্পন্ন

কদমতলীস্থ এম এ কাদির হাফিজিয়া সুন্নিয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বই বিতরন অনুষ্ঠান সম্পন্ন।

৪ জানুয়ারী মাদ্রাসার সহ সুপার মাওলানা আব্দুল মুকিত শাহীন এর সঞ্চালনায় ও সুপার মাওলানা আব্দুল আহাদ চৌধুরী এর সভাপতিত্বে মাদ্রাসা হল রুমে ২০২১ শিক্ষাবর্ষের নতুন বই শিক্ষার্থীদের মধ্যে বিতরন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্টাতা ও চেয়ারম্যান জনাব আলহাজ্ব এম এ কাদির  ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট তরুণ সমাজ সেবক ও শিক্ষানুরাগী জনাব আফজল কবির ও আবদুল্লাহ সাজেদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,শিক্ষা জাতির মেরুদণ্ড, আজকের শিশুরা আগামী দিনের সুন্দর ও ডিজিটাল নির্ভর দেশ গড়ার কারিগর। সুতরাং শিশুদের সুখী ও সমৃদ্ধশালী দেশ গঠণে সু শিক্ষায় শিক্ষিত হতে হবে। এছাড়াও বিশেষ অতিথি বৃন্দও তাদের বক্তব্যে মাদ্রাসার নানামুখী শিক্ষা কার্যক্রম ও শিক্ষকদের পাঠদানের ভূমিকা ও শিক্ষার্থীদের ভালো ফলাফল এর ভূয়সী প্রশংসা করেন।

অবশেষে প্রতিষ্টাতার নেক হায়াত ও মৃতদের জন্য মাগফিরাত কামনা করে বিশেষ করে আগের ম্যানেজিং কমিটির সেক্রেটারি জনাব আবদুল্লাহ আল মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করে মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞাপ্তি।

সংবাদটি শেয়ার করুন