• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

করোনা কেড়ে নিল মুক্তিযোদ্ধা কানাই লাল রায়ের প্রাণ  

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২১
করোনা কেড়ে নিল মুক্তিযোদ্ধা কানাই লাল রায়ের প্রাণ  
দিরাই প্রতিনিধি:: সুনামগঞ্জের দিরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপদেষ্টা ও দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা কানাই লাল রায় (৭০) প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। রবিবার সকাল সোয়া ৮ টায় সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পৌরসদরের ২নং ওয়ার্ডের  বাসিন্দা বীর মুক্তিযোদ্ধার মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দুপুরে দিরাই মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস শীলের নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা তাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করেন। এরপর দিরাই কেন্দ্রীয় শ্মশানে উনার শেষকৃত্য সম্পন্ন হয়।
পারিবারিক সূত্র জানায়, প্রায় ১৫ দিন আগে কানাই লাল রায়ের করোনা উপসর্গ দেখা দিলে তাকে চিকিৎসার জন্য সিলেটে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা শেষে তার করোনা শনাক্ত হলে তিনি সিলেটে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন।
কানাই লাল রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, দিরাই  প্রেসক্লাবের সাধারণসম্পাদক জিয়াউর রহমান লিটন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাতসহ বিভিন্ন মহলের লোকজন।
সংবাদটি শেয়ার করুন