• ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৫

Daily Jugabheri
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২১
বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৫

যুগভেরী ডেস্ক ::: জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। রোববার (১০ জানুয়ারি) তাদেরকে সুনামঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানা পুলিশ উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজার এলাকা থেকে নিষিদ্ধ ভারতীয় বিড়ির চালান নিয়ে যাওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুই বিড়ি বিক্রেতাকে আটক করেছে।

আটককৃতরা হলেন, সৈয়দপুরের আগুনকোনা গ্রামের মৃত গুলজার আহমদের ছেলে শাহিদ আহমদ (২০) ও বিশম্বরপুর উপজেলার চত্রিশ গ্রামের আব্দুল হকের ছেলে ইকবাল হোসেন (২৪)।

এদিকে রোববার সকালে মারামারি মামলার আসামি উপজেলার পাটলী ইউনিয়নের সেরা মোহাম্মদপুর গ্রামের চেরাগ আলীর ছেলে মোহাম্মদ আলী (২৬), আলমগীর হোসেন (২৭) ও একই গ্রামের গেদু মিয়ার ছেলে সিদ্দিক আলী (৩২)কে আটক করে পুলিশ।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন