সংবাদদাতা ,ছাতক : ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার ৯ জানুয়ারি সমিতির কার্যালয় সকাল ৯টা থেকে বিকেলে ৪ পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর ভোট গণনা শেষে উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ও উক্ত নির্বাচনের প্রিজাইডিং অফিসার মো.কামাল উদ্দিন নির্বাচনের চুড়ান্ত ফলাফল ঘোষনা করেন।
সমিতির ৯টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উৎসবমুখর এ নির্বাচনে ১৮৭ জন ভোটারের মধ্যে ১৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে ৬৬ ভোট পেয়ে বাবলু হোসেন শাহেদ(চাকা) সভাপতি এবং ১২২ ভোট পেয়ে খলিলুর রহমান(মাছ) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে ৪৯ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সমছু মিয়া(চেয়ার) এবং সাধারন সম্পাদক পদে ৪২ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আব্দুল মোহাইমিন। এ ছাড়া সহ সভাপতি পদে বাইসাইকেল প্রতীকে ৮২ ভোট পেয়ে মুরাদ আলী নির্বাচিত হন। তার নিবকতম প্রতিদ্বন্দ্বি কলস প্রতীকে জামিল আহমদ পান ৫৯ ভোট। কোষাধ্যক্ষ পদে তালা-চাবি প্রতীকে ৭৫ ভোট পেয়ে আব্দুর রহমান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দোয়াত-কলম প্রতীকে সুদীপ কর পান ৫৩ ভোট। সদস্য পদে ১১২ ভোট পেয়ে খালেছ মিয়া, ৯৮ ভোট পেয়ে মিজানুর রহমান, ৮৮ ভোট পেয়ে দিলোয়ার হোসেন ও ৭৭ ভোট পেয়ে জহিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সদস্য পদে ৬৫টি করে ভোট পাওয়ায় দুলাল মিয়া ও সিদ্দেক আলীর মধ্যে লটারী অনুষ্ঠিত হয়। এতে লটারীর মাধ্যমে সিদ্দেক আলী নির্বাচিত হন।##