আশিক আলী, বিশ্বনাথ (সিলেট) :
সিলেটের বিশ্বনাথে কোন ঘটনাই ঘটেনি তার পরও গায়েবী মামলায় হয়রানির শিকার একটি পরিবার।
চলতি ৭ জানুয়ারি ওই গায়েবী মামলাটি দায়ের করেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের চানপুর গ্রামের মাহমদ আলীর স্ত্রী রোকেয়া বেগম (৩৫)। মামলা নং-(৬)। ওই মামলায় হয়রানির শিকার পরিবারের লোকজন হচ্ছেন বাদীনির চাচাতো ভাসুর মনোফর আলী (৬৫) ও তার পুত্র জাহেদ আলী (২৪) সহ ৫জন।
বাদীনি মামলার এজাহারে উল্লেখ করেন গত ১৫ ডিসেম্বর আসামিরা তাকে অশ্লীলভাষায় গালিগালাজ করে মারপিট করেন। আর এঘটানায় তিনি থানায় ওই মামলাটি দায়ের করেছেন।
কিন্তু স্থানীয় সূত্রে জানাযায়, ওইদিন তাদের মধ্যে মারামারিতো দূরের কথা কোন ঘটনাই ঘটেনি। স্থানীয় মেম্বার আব্দুল মজিন বলেন, তিনি পক্ষের কাছ থেকে খবর পেয়ে গ্রামের কয়েকজন মুরব্বিয়ানকে জিজ্ঞাসা করলে এর কোন সত্যতা পান নি। এমনকি একই বাড়ির উভয় পক্ষের ভাতিজা স্কুল পড়–য়া ছাত্র তানভির আহমদও বলেন সেদিন তাদের বাড়িতে এমন কোন ঘটনা ঘটেনি।
তবে তারা জানান, প্রায় তিনমাস পূর্বে গতবছর সেপ্টেম্বর মাসে লুডু খেলা নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এঘটনায় গত ১অক্টোবর মনোফর আলী বাদী হয়ে মাহমদ আলীসহ তার পরিবারের ১০জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলা নং(০২)।
এব্যাপারে জানতে চাইলে থানার ওসি শামীম মূসা বলেন, ওই মহিলা (বাদীনি) কে হাসপাতালে ভর্তি দেখে তার পর মামলা রেকর্ড করেছেন।