মো. সাহাদ উদ্দিন
সিলেটের অত্যান্ত শান্ত ও সুশৃংখল এলাকা হিসেবে পরিচিত ছিলো দক্ষিণ সুরমা। শান্ত ও সুন্দর এ জনপদ আজ অশান্ত। রাজনৈতিক স্বেচ্ছাচারিতা স্বজনপ্রীতি আর জবর দখলের প্রতিযোগিতা চলছে নিয়মিত। জবর দখলকারীদের মুল হোতা সরকার দলীয় আওয়ামী লীগ নেতা সাইফুল। যার ইশারায় চলে নিরীহ মানুষের ভুমি ও দোকানপাঠ দখল। গত এক বছরে দক্ষিণ সুরমা এলাকার ভেতরে রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে দখল করা হয়েছে বিভিন্ন বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। কেউ প্রতিবাদ করলে উল্টো তাকে মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে হয়রানী করা হয় । অনেকে হয়রানীর ভয়ে মুখ খুলতে নারাজ। জবরদখলকারীদের বিরুদ্ধে কেউ ভয়ে প্রতিবাদ করেনা। হয়রানীর শিকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানান, প্রথমে তাদের কাছে লোকজনের মাধ্যমে বড় অংকের টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা প্রদান না করলে উল্টো রাতের আধাঁরে চালানো হয় হামলা। অনেকেই হামলার শিকার হয়ে ভয়ে তাদেরকে চাঁদা প্রদান করতে বাধ্য হন। কেউ কেউ আবার প্রাণের ভয়ে বাড়ি ঘর ছেড়ে অন্যত্র চলে গেলে হামলাকারীরা তাদের নিজেদের লোকজন দিয়ে ঐ বাড়ি ঘর দখলে রাখে।