ওসমানীনগর প্রতিনিধি::
কৃষকদের শাক সবজী উৎপাদনে উৎসাহ ও প্রদর্শনী নিয়ে সিলেটের ওসমানীনগরে পালিত হয়েছে কৃষক মাঠ দিবস। সূচনা বাংলাদেশের অপুষ্টির চক্র প্রতিরোধে একটি প্রয়াস স্লোগানকে সামনে নিয়ে উন্নত জাতের শাক সবজী চাষ ও জলবায়ু সহিষ্ণ পদ্ধুতির উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার আরডিআরএস বাংলাদেশের সূচনা কর্মসূচীর উদ্যোগে উপজেলার গোয়লাবাজার ইউনিয়নের ব্রাম্মনগ্রামের সফল উদ্যোক্তা আবুল কালাম ও শাহানা আক্তারের বাড়িতে অনুষ্ঠিত কৃষক মাঠ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, প্রকল্পের ডিভিশনাল ম্যানেজার কাম হর্টিকালচার স্পেশালিস্ট মো: নাজমুল হুদা। এসময় কৃষক শাহানা আক্তার ও আবুল কালামের ভূয়সী প্রসংশা করে বক্তরা বলেন,আজ যে সবজী প্রদর্শনী করা হয়েছে সেই সব সবজী এই এলাকায় উৎপাদন করা হয়েছে। শাহানা আক্তার ও আবুল কালাম তাদের বাড়ির আঙ্গিনায় শাক সবজী চাষ করে নিজেদের পরিবারের চাহিদার পাশাপাশি বানিজ্যিক ভাবেও লাভবান হচ্ছেন।সূচনা কর্মসূচীর আওতায় সকল কৃষকদের বিনামূল্যে সবজীর বীজ বিতরণ করা অব্যাহত রয়েছে। অনেকেই এই বীজ থেকে ফসল উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন এবং হচ্ছেন। সর্বপরি নিজ নিজ উদ্যোগে সবাইকে বাড়ির আঙ্গিনায় বা বসত বাড়ির ফাঁকা জায়গায় উন্নত জাতের শাক সবজী চাষ করার জন্য উপস্থিত সকল কৃষক-কৃষাণীদের প্রতি আহব্বান জানান। বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদউপসহকারী কৃষি অফিসার রিপন চন্দ্র পাল, প্রকল্পের সিজার টেকনিক্যাল অফিসার মোশফিকুর রহমান, মহসিন আলী সরদার, অ্যানিমেল হাজবেন্ডরী স্পেশালিস্ট হেমায়েত হোসেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনীবাহী সদস্য রনিক পাল,সূচনা প্রকল্পের উপজেলা সম্বন্নয়কারী মিজানুল হক,ইউপি সদস্য দিপ্তি দেব, টেকনিক্যাল অফিসার এইচকেআই সাবিহা নাজমিন, রকিবুল ইসরাম,ইউনিয়ন সম্বন্নয়কারী আবেদুর রহমান।অনুষ্ঠানে উপজেলা কৃষি বিভাগ ও সূচনা প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ প্রায় শতাধিক কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।