• ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ১০ই রমজান, ১৪৪৪ হিজরি

দিরাইয়ে সড়ক দুর্ঘটনা : বৃদ্ধার মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২১
দিরাইয়ে সড়ক দুর্ঘটনা : বৃদ্ধার মৃত্যু

যুগভেরী ডেস্ক ::: সুনামগঞ্জের দিরাইয়ে ইজি বাইকের চাকায় গলার ওড়না পেঁচিয়ে জয়তুন বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে দিরাই শ্যামারচর রোডের ভরারগাঁও নতুন হাটি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত বৃদ্ধা উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের রুস্তম আলীর স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, তারা সিলেটে যাওয়ার উদ্দেশ্যে রাজানগর বাজার থেকে ইজি বাইক চড়ে দিরাই বাসষ্ট্যান্ড আসছিলেন, এসময় জয়তুন বেগমের গলায় থাকা ওড়না ইজি বাইকের চাকার সাথে পেঁচিয়ে যাওয়ায় টান খেয়ে অজ্ঞান হন। স্থানীয়রা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন