যুগভেরী ডেস্ক ::: সুনামগঞ্জের ছাতকে এক মাদ্রাসার ওয়াজ মাহফিলে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের আমন্ত্রণ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ের আলোচিত-সমালোচিত এই ইসলামি বক্তাকে নিয়ে আসতে আয়োজকরা মরিয়া হলেও শৃঙ্খলা রক্ষার স্বার্থে স্থানীয় প্রশাসন তাকে অনুমতি দিতে নারাজ।
জানা গেছে, শনিবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার জামিয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল কোরআন মৈশাপুর মাদ্রাসার ৪৩তম বার্ষিক ইসলামি মহা সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাওলানা মুহাম্মদ মামুনুল হক উপস্থিত হওয়ার কথা রয়েছে। এজন্য পোস্টার-ব্যানার টাঙিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ। তবে স্থানীয় প্রশাসন বলছে মামুনুল হকের আগমন উপলক্ষে এলাকায় শৃঙ্খলা বিনষ্ট হতে পারে।
মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা আব্দুস সামাদ বলেন, সম্মেলন সফল করার লক্ষ্যে দুই শতাধিক যুবককে নিয়ে স্বেচ্ছাসেবক দল প্রস্তুত করা হয়েছে। সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
মাহফিলে মামুনুল হকের অংশগ্রহণের বিষয়ে প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছে বলে জানান তিনি।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন বলেন, মাদ্রাসার মাহফিলে মামুনুল হক যাতে না আসেন, সেটা দেখা হচ্ছে। অনুমতি ছাড়া যদি মামুনুল হক আসেন তাহলে সেটা আইনি প্রক্রিয়ায় প্রতিহত করা হবে।
তিনি বলেন, মাহফিলের অনুমতি দেওয়া হয়েছে তবে মামুনুল হক আসতে পারবেন না। এটা আমাদের শেষ বার্তা। আয়োজকদের এ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।