• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

২৭ নং ওয়ার্ড যুবদলের নব-গঠিত কমিটি থেকে ৫ নেতার পদত্যাগ

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২১
২৭ নং ওয়ার্ড যুবদলের নব-গঠিত কমিটি থেকে ৫ নেতার পদত্যাগ

সদ্য ঘোষিত সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড যুবদলের কমিটি থেকে ৫ জন নেতৃবৃন্দ পদত্যাগ করেছেন।

পদত্যাগকারীরা হলেন, ২৭নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মুমিনুল হক, সদস্য রাসেল আহমদ, মামুনুর রশিদ টিপু, ফয়েজ আহমদ ও রুবেল আহমদ।

পাঁচ নেতৃবৃন্দ তাদের পদত্যাগপত্র ওয়ার্ডের সাংগঠনিক টিমের কাছে জমা দিয়েছেন।

পদত্যাগকারী নেতৃবৃন্দরা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে আমরা রাজনীতি করে আসছি, পদ-পদবির জন্য নয়। যুবদলের ২৭নং ওয়ার্ডের নতুন আহবায়ক কমিটিতে বেশ কয়েকজনকে অন্তর্ভূক্ত করা হয়েছে। যাদের রাজনীতির মাঠে কখনো দেখা যায়নি। এমন কি তাদের কে দেশনেত্রী বেগম  খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে কখনো রাজপথের আন্দোলন সংগ্রামে বিগত দিনে তাদের কোন অংশগ্রহণ  ছিলনা। এমন কি আওয়ামী লীগ ও পুলিশ লীগের সাথে আঁতাত করে ২৭নং ওয়ার্ড বিএনপি যুবদল স্বেচ্ছাসেবকদল ছাত্রদল কে ধ্বংস করতে আওয়ামী লীগের এজেন্ট হিসাবে কাজ করে। কুচক্রী মহল এসব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকলেও তা গোপন করে তাদের কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করা হয়েছে। যা কারো কাম্য নয়। আমরা আজীবন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি করে আসছি। পদ পদবীর লোভ আমরা কখনো করিনি। যদিও আমরা পদে না থাকি তারপরও আমরা রাজনীতি করে যাবো। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন