যুগভেরী ডেস্ক ::: চতুর্থ ধাপে গতকাল দেশের ৫৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের কানাইঘাট ও চুনারুঘাট পৌরসভায় অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা জয় লাভ করেছেন।
কানাইঘাট : দলের শক্ত বিদ্রোহী প্রার্থী থাকা সত্ত্বেও সিলেটের কানাইঘাট পৌরসভা নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগের লুৎফুর রহমান। ১৪২ ভোটের ব্যবধানে জিতে মেয়র নির্বাচিত হয়েছেন সাবেক এই মেয়র।
গতকাল রোববার অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকে লুৎফুর রহমান পান ৩ হাজার ৮২৮ ভোট। তার নিকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোহেল আমিন জগ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬৮৬ ভো। এছাড়া নারিকেল গাছ প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী ও বর্তমান মেয়র নিজাম উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৬৩ ভোট।
এ পৌরসভায় ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী হয়েছেন শরিফুল হক। এছাড়া মোবাইল ফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ছিলেন কাওছার আহমদ।
চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাইফুল আলম রুবেল মেয়র নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকে রুবেল ৬ হাজার ৮৩৩ ভোট পেয়ে জয়ী হন।
তার প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী নাজিম উদ্দিন শামছু পান ৩ হাজার ৪৪৫ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় (হাত পাখা) প্রার্থী মো. বাছির আহম্মদ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪১ জন কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত আসনে ১১ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ ৫৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবারই প্রথমবারের মতো সাইফুল আলম রুবেল পৌর মেয়র নির্বাচিত হলেন।
এরআগে রোববার দিনভর চুনারুঘাট পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়। পৌরসভার একটি কেন্দ্রে হামলার ঘটনা ঘটলেও ভোটগ্রহণ অব্যাহত ছিল।