• ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে কাব্যগ্রন্থ ‘অমরাবতী’র প্রকাশনা

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২১
বিশ্বনাথে কাব্যগ্রন্থ ‘অমরাবতী’র প্রকাশনা

বিশ্বনাথ প্রতিনিধি ::::
বিশ্বনাথে কবি-শিক্ষক হোসনেআরা বেগমের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘অমরাবতী’র প্রকাশনা উৎসব সম্পন্ন হয়েছে।  বুধবার উপজেলা বিআরডিবি হলরুমে এই প্রকাশনা উৎসব সম্পন্ন হয়।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহেল রানার সভাপতিত্বে ও নাট্য সংগঠন একদল ফিনিক্সের সভাপতি আবু বকর আল-আমিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বর্ণালী পাল।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ সাম্যবাদী সাহিত্য পরিষদের সভাপতি সাইদুর রহমান সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়াম ল্যাবরেটরী স্কুল বিশ্বনাথের প্রিন্সিপাল মনিকাঞ্চন চৌধুরী। এ সময় অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন অমরাবতী কাব্যগ্রন্থের লেখক কবি-শিক্ষক হোসনেআরা বেগম।
শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, নবীন সোহেল, ইউপি সদস্য জামাল মিয়া, কবি আবদুল হান্নান ইউজেটিক্স, শেখ কাওছার আলী প্রমুখ।
অমরাবতী থেকে কবিতা আবৃত্তি করেন একদল ফিনিক্সের সদস্য ইমন হাসান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কবি-শিক্ষক হোসনেআরা বেগমের জ্যেষ্ঠ ছেলে মারুফ হোসেন মো. ফরহাদ।

সংবাদটি শেয়ার করুন