• ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বড়লেখায় গাঁজাসহ সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী গ্রেপ্তার

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২১
বড়লেখায় গাঁজাসহ সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় ২১০ গ্রাম গাঁজাসহ সোনাহর আলী (৪৫) নামে এক সম্ভাব্য মেম্বার পদপ্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের পশ্চিম দক্ষিণভাগ গ্রামের নিজ বাড়িতে অবস্থিত মুদি দোকান থেকে তাকে গ্রেপ্তার করে বড়লেখা থানা পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গোপন খবরে সোনাহর আলীর নিজ বাড়িতে অবস্থিত তার মুদি দোকানে অভিযান চালায় পুলিশ। এসময় ২১০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সে দক্ষিনভাগ (দক্ষিন) ইউনিয়নের মৃত অজই আলীর ছেলে এবং ৮ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী।একজন কুখ্যাত মাদককারবারি হিসেবে সে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাও বিচারাধীন রয়েছে। এবারও গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়লেখা থানায় মামলা করা হয়েছে। বড়লেখা থানার উপ-পুলিশ পরিদর্শক সুব্রত কুমার দাস বলেন, আসামীর বিরুদ্ধে একাধিক মামলা বিচারধিন রয়েছে। সে বর্তমানে জামিনে আছে। গোপনসুত্রে খবর পেয়ে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন