• ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাতকে ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন সংবর্ধিত

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২১
ছাতকে ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন সংবর্ধিত

ছাতক প্রতিনিধি :
ছাতকরে জাউয়া ইউনিয়নের চেয়ারম্যান মুরাদ হোসেনকে সংবর্ধনা দেয়া হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) কর্তৃক সম্মাননা স্বর্ণপদক ও সনদপত্র দেয়া হয়। এ সম্মানে ভুষিত হওয়ায় ইউপি চেয়ামনকের পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে চেয়ারম্যান মুরাদ হোসেনকে সংবর্ধনা দেয়া হয়। ইউপি সদস্য আঙ্গুর মিয়ার সভাপতিত্বে এবং ইউপি সদস্য এসএম মাহমুদ ও ইউপি সচিব কায়েছ মাহমুদর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও প্রদান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাউয়া ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাউয়া বাজার ডিগ্রী কলেজের প্রভাষক গৌছ’ল হক নাঈম, উপজেলা আওয়ামীলীগ নেতা দেওয়ান মাস্টার আবুল কালাম, আব্দুল গফুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইউসুফ আলী, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, নির্বাহী সদস্য রাজ উদ্দিন রাজ, বীর মুক্তিযোদ্ধা, আলতাব আলী মেম্বার, আলতাব, চান মিয়া, আব্দুন নুর, জাহির আলী, হরকুমার চন্দ, ইউপি সদস্য আব্দুর রহিম, আব্দুল হক, আব্দুল কদ্দুছ সুমন, কাজী রুমেল, আব্দুন নুর, হাজী সোনা মিয়া, হিরন মিয়া, সদস্যা সাফিয়া বেগম, মমতাজ বেগম, সায়েরা বেগম, স্থানীয় সৈয়দ রুহুল আমিন, মাইক্রো সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আকবর আলী, আলিফ যুব সংস্থার সভাপতি ফারুক আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মুজিবুর রহমান।

সংবাদটি শেয়ার করুন