• ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শেখবাড়ি জামিয়ার বার্ষিক ইসলামী মহা সম্মেলন আজ

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২১
শেখবাড়ি জামিয়ার বার্ষিক ইসলামী মহা সম্মেলন আজ

মৌলভীবাজারের বরুনার শেখবাড়ি জামিয়া মাদানিয়া ক্বাওমিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলন আজ শুক্রবার। মাদ্রাসা মাঠে সকাল ১০ টা থেকে শুরু হয়ে পরদিন বাদ ফজর পর্যন্ত ওয়াজ মাহফিল চলবে। আখেরী মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হবে।
আজকের মহা সম্মেলনে দেশ-বিদেশের প্রখ্যাত উলামায়ে কেরাম ও বুর্জুগানে দ্বীন ও ইসলামী চিন্তাবিদরা বয়ান পেশ করবেন। কুতুবে দাওরান মুজাদ্দিদে যামান হযরত শায়খ বর্ণভী (রহ.) দোয়ার ফসল শেখবাড়ি জামিয়ার মাহফিলে সকলের উপস্থিতি কামনা করেছেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমীর, মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস মুফতী মো. রশীদুর রহমান ফারুক্ব বর্ণভী।  প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন