২৬ ফেব্রুয়ারী রাত ১১ টায় দক্ষিণ সুরমা থানাধীন পুরাতন রেলষ্টেশন রোডের ভার্থখলা সাকিনের রবিদাস বাড়ীর কানাই রবিদাসের বাড়ীতে অভিযান চালায় পুলিশ। দক্ষিণ সুরমা পুলিশ ফাঁিড়র ইনচার্জ এসআই(নিঃ)/মো: রোকনুজ্জামান চৌধুরী পিপিএম ও এএসআই সুবীরের নেতৃত্বে পুলিশ সদস্যরা ৬৯ লিটার চোলাই মদসহ দুজন মাদক বিক্রেতাকে আটক করতে সক্ষম হন। আটককৃতরা হলেন, মিনা রাণী দাস (৩৬) ও সোনাই রবিদাস (৩৫)। আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৯, তারিখ-২৭/০২/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ২৪(খ)/৪১ রুজু করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট। প্রেস-বিজ্ঞপ্তি।