• ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

রশিদপুরে তিন উপজেলাবাসীর অবস্থান কর্মসূচী বুধবার

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ১, ২০২১
রশিদপুরে তিন উপজেলাবাসীর অবস্থান কর্মসূচী বুধবার

বিশ্বনাথ প্রতিনিধি :::
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশিদুপর পয়েন্টে ঘন ঘন সড়ক দুর্ঘটনা রোধে জরুরী ভিত্তিতে দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার বাসিন্দারা অবস্থান কর্মসূচীর ডাক দিয়েছেন।
রোববার তিনটি উপজেলার যুব সংগঠকদের উদ্যোগে সর্বস্থরের জনসাধারণের উপস্থিতে রশিদপুরের স্থানীয় একটি কমিনিউটি সেন্টারে শেখ মো.আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রত্যেকে নিজেদের মতামত উপস্থাপন করেন। এসময় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি রশিদপুর পয়েন্টে গোল চত্বর নির্মাণসহ ৬ দফা দাবি নিয়ে আগামী বুধবার সকাল ১০টায় অবস্থান কর্মসূচীর ঘোষণা দেন।
দবিগুলো হলো-রশিদপুর ত্রিমুখি পয়েন্টে গোল চত্বর বা ডিভাইডার নির্মাণ, ৬লেন প্রকল্প বাস্তবায়নের পূর্ব পর্যন্ত স্প্রীড ব্রেকার নিমার্ণ, স্থায়ী ট্রাফিক পুলিশ দেওয়া, রশিদপুর পয়েন্টের দু-পাশ প্রশস্থ করন, যাত্রী ছাউনী নির্মাণ, রোডসাইন।
সভায় সর্ব সম্মতিক্রমে নিরাপদ রশিদপুর বাস্তবায়ন পরিষদ (বিশ্বনাথ, দক্ষিণ সুরমা, ওসমানীনগর) নামে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে শেখ মো. আজাদকে আহবায়ক করে আব্দুল মুমিন মামুন, সাহিদুল ইসলাম, তোয়াহিদুল হক তুহিন, আসাদুজ্জামান নুর আসাদ, মো.আমির আলী, সেবুল আহমদ, মনোহর হোসেন মুন্না, দয়ালউদ্দিন তালুকদার, তানিমুল ইসলাম, মাহবুব আহমদকে সদস্য করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আব্দুল মুমিন মামুন, সাহিদুল ইসলাম, তোয়াহিদুল হক তুহিন, আসাদুজ্জামান নুর আসাদ, আমির আলী,শফিক আহমদ,মনোহর হোসেন মুন্না, ফিরোজ আলী, দরছ মিয়া, সেবুল আহমদ,আবুল কালাম রুনু, আহাদ উল¬্যাহ শাহ, শেখ ফজর আলী, হাসান রহমান টিপু,আবু সাইদ হিরণ, মমিন মর্তুজা শিপন, দয়াল উদ্দিন তালুকদার, হারুন মিয়া, রুমেল আলী, তানিমুল ইসলাম, হোসাইন আহমদ প্রবেল, ফখরুল ইসলাম রেজা, এনাম, লুৎফুর রহমান, মুজিবুর রহমান মঞ্জু, শাহ শহিদুল ইসলাম সুজা, ফজলুর রহমান শিপন, মুহিব উদ্দিন সুজাত, মাহবুব আহমদ,শাহনুর আলী জয়দু, মোতাহির আলী খান, আবুল হোসেন, রফিক মিয়া, মো.শাহনুর, জাহাঙ্গীর আলম, জাহেদ আহমদ, মো.আবুল হোসেন, মিলাদ, রিপন আহমদ, শাহেদ, রাসেল মিয়া, মামুন আহমদ,আমিম, জালাল উদ্দিন রাজা, কয়েছ আহমদ, আল-আমিন, সাজ্জাদুর রহমান, আব্দুল কাওছার সাজন, শিমুল মিয়া, ইয়াফিন আলী ফজলু, ছমি, জাহিদ, রেদুওয়ান, মাসুম রহমান, রেজুওয়ান, আব্দুস সালাম, তাজুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন