• ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

মহানগর মৎস্যজীবী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সভা

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ৩, ২০২১
মহানগর মৎস্যজীবী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সভা

সিলেট মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম পরিচিতি সভা মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যায় নগরীর সোবহানীঘাটস্থ ইব্রাহিম স্মৃতি সংসদে অনুষ্ঠিত হয়।   সিলেট মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ এনায়েত হোসেন এবং যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সোহেল হাসান, শাহীন আহমদ, আব্দুস সাত্তার, কয়েছ মিয়া, জয়নাল আবেদীন জানু, আতাউর রহমান বাচ্চু, আব্দুল মুমিন, কবির আহমদ ময়না, আব্দুল আহাদ, আফজল হোসেন, মাহবুব আলম মজনু, আনোয়ার হোসেন, মখতার মিয়া, হেলাল আহমদ, দিলওয়ার হোসেন, আব্দুল কাইয়ুম হিরা মিয়া, সায়েস্তা মিয়া প্রমুখ।   সভায় আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের সিলেট সফরকে সফল করে তুলতে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় এই নেতাকে পূণ্যভূমি সিলেটে স্বাগত জানাতে সংগঠনের সিলেট মহানগর শাখার সকল নেতৃবৃন্দকে আন্তরিকভাবে প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান জানানো হয়।
সভায় মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনে সহযোগিতা করার জন্য সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৎস্যজীবীদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি তাদের ভালবাসতেন। মহান এই নেতার আদর্শকে লালন করে মানুষের কল্যাণে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে। বক্তারা বলেন, মৎস্যজীবীদের এই রাজনৈতিক সংগঠনে যাতে অমৎস্যজীবীরা ঢুকে সংগঠনের কার্যক্রমকে ক্ষতিগ্রস্থ করতে না পারে সেজন্য সকল নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বক্তারা এব্যাপারে স্থানীয় ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দেরও সুদৃষ্টি কামনা করেন। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন