• ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সিসিকের ভ্রাম্যমান আদালত : হোল্ডিং টেক্স আদায়, ৩ মামলা, ৭ হাজার টাকা জরিমানা

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ৩, ২০২১
সিসিকের ভ্রাম্যমান আদালত : হোল্ডিং টেক্স আদায়, ৩ মামলা, ৭ হাজার টাকা জরিমানা

সিসিকের ভ্রাম্যমান আদালতে ৪ লাখ ৯১ হাজার ৪০০ টাকা বকেয়া হোল্ডিং টেক্স আদায় করা হয়েছে। ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা এবং ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৩ মার্চ ২০২১ খ্রি.) নগরের জিন্দাবাজারে কাকলী শপিং সেন্টারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময়  আদালতে ৪ লাখ ৯১ হাজার ৪০০ টাকা বকেয়া হোল্ডিং টেক্স আদায় করেন। শেপিং সেন্টারে  ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন ভ্রাম্যমান আদালত। এবং তাদের কাছ থেকে জরিমানার ৭ হাজার টাকা আদায় করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সিলেট সিটি কর্পোরেশনের কর  কর্মকর্তা, ট্রেড লাইসেন্স পরিদর্শক, সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নগরের রাস্তা ও ফুটপাত দখল, অবৈধ গাড়ি পার্কিং, বকেয়া ভাড়া আদায়, বকেয়া হোল্ডিং টেক্স ও পানি বিল আদায়ে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।  প্রেস- বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন