• ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বিশ্বনাথে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ৬, ২০২১
বিশ্বনাথে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

বিশ্বনাথ প্রতিনিধি :::
বিশ্বনাথ উপজেলার বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। গেল বৃহষ্পতিবার রাতে তালা ভেঙ্গে শ্রেণি কক্ষে ঢোকে বৈদ্যুতিক পাখা, দুটি বুক শেলফ, বাতিসহ বিভিন্ন শিক্ষা উপকরণ নিয়ে গেছে চোরেরা। শুক্রবার চুরির ঘটনাটি জানাজানি হয়।
স্থানীয় সূত্র জানায়, এর আগেও বিদ্যালয়ে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বিদ্যালয়ে নৈশ প্রহরীর দায়িত্বে থাকা স্থানীয় বাতির মিয়ার ছেলে নাছির মিয়া (৩৩)’র এমন উদাসীনতায় ঘটছে এমন ঘটনা। প্রতিষ্ঠানের কাছে বসতবাড়ি হওয়ায় রাতে স্কুলে অবস্থান করেন না তিনি। ৬-৭ বছর ধরে এভাবেই নামমাত্র দায়িত্ব পালন করছেন তিনি।
এ বিষয়ে কথা হলে ঘটনার সত্যতা স্বীকার করে, বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সন্টু কান্তি দে সাংবাদিকদের বলেন, স্কুল পরিচালনা কমিটি ও এলাকাবাসীর সমন্বয়ে চুরির ঘটনায় দ্রুত আইনানুগ ব্যবস্থা নিচ্ছি আমরা।

সংবাদটি শেয়ার করুন