• ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

কানাইঘাটে সূচনা কর্মসূচীর সহযোগিতা জোরদারকরণ কর্মশালা অনুষ্টিত

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ১০, ২০২১
কানাইঘাটে সূচনা কর্মসূচীর সহযোগিতা জোরদারকরণ কর্মশালা অনুষ্টিত

কানাইঘাট প্রতিনিধি :::
কানাইঘাটে এফআইভিডিবি সূচনা কর্মসূচী প্রকল্প এর উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে সহযোগিতা জোরদারকরণ এক কর্মশালা অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও সূচনা প্রকল্পের মাঠ কর্মকর্তা এনামুল হকের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী। বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কর্মশালায় অংশগ্রহনকারীরা কানাইঘাটের ৬টি ইউনিয়নে সূচনা প্রকল্পের নানামুখি কার্যক্রমের প্রশংসা করে বলেন, বিশেষ করে গ্রামীন এলাকার অতি দরিদ্র মহিলাদের নিয়ে সমিতি গঠনের মাধ্যমে উপকার ভুগীদের স¦াবলম্বী করার জন্য তাদের মাঝে অফেরতযোগ্য নানামুখি ঋন প্রদান, মা ও শিশু কিশোরিদের সবধরনের চিকিৎসা সংক্রান্ত সেবা প্রদান এবং পুষ্টির চাহিদা পূরনে কাজ করে যাচ্ছে। কর্মশালায় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে সুষ্ট ভাবে ঋন প্রদান সহ সূচনার সকল কার্যক্রম জবাবদিহিতার মাধ্যমে সকলের অংশ গ্রহনে আরো জোরদার করার জন্য উক্ত সংস্থার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়। কর্মশালায় বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, কৃষি কর্মকর্তা তানবির আহমদ সরকার, সূচনা প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর ফাহিম সারওয়াত, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাক্তার ফয়েজ আহমদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস লিও ফারগুশন নানকা, দিঘিরপার পূর্ব ইউপির চেয়ারম্যান আলি হোসেন কাজল, বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওলান আবুল হোসাইন, দক্ষিন বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভার শুরুতে কানাইঘাটে সূচনা কার্যক্রম ডিজিটাল মনিটরের মাধ্যমে তুলে ধরেন সূচনা প্রকল্পের কানাইঘাটের নিউটেশন কর্মকর্তা শামীম আহমদ, সার্বিক তথাবধানে ছিলেন সূচনা প্রকল্পের উপজেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর গৌতম কুমার দাশ, পিআইও জিসিডিও এনামুল হক, ফাইন্যান্স অফিসার ইমরান আহমদ নাঈম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন