দক্ষিণ সুরমা থানার ভার্থখলার ক্বীন ব্রীজের পশ্চিম পার্শ্বে সুইপার কলোনীর শিপা রানী @ মনি (২৬) কে গাজা সহ আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। শিপা রানী @ মনি সাজু হরিজনের স্ত্রী। ১০ মার্চ দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলামের নির্দেশে দক্ষিণ সুরমা থানার ইনচার্জ এসআই(নিঃ)/মো: রোকনুজ্জামান চৌধুরী পিপিএম ও পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ১৫৫ পুরিয়া গাঁজা, যার ওজন অনুমান ৩০০ গ্রামসহ শিপা রানী @ মনিকে গ্রেফতার করেন। এ ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৯, তারিখ-১০/০৩/২০২১খ্রিঃ ধারা-২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৯(ক)/৪১ রুজু করা হয়। প্রেস-বিজ্ঞপ্তি।