• ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

এমপি মাহমুদুস সামাদের মৃত্যুতে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ভিসির শোক

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ১১, ২০২১
এমপি মাহমুদুস সামাদের মৃত্যুতে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ভিসির শোক

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী।
বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি বলেন, মাহমুদুস সামাদ চৌধুরীর একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ হয়ে সমাজের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। সৎ ও আদর্শবান মানুষ হিসেবে তিনি আমাদের স্মৃতিতে বেঁচে থাকবেন, আমাদের কর্মে প্রেরণা যোগাবেন। তাঁর মৃত্যুতে সিলেটের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হলো।’
মাহমুদুস সামাদ চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন