বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় নিয়ন্ত্রন হারিয়ে একটি সিএনজি চালিত অটো রিকশা খাদে পড়ে গিয়ে ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার রতুলী বাজার সংলগ্ন কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের গেটঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
আহতরা হচ্ছেন মৌলভীবাজারের সনকাপন এলাকার মৃত সরফত আলীর ছেলে ছমির উদ্দিন(৪৫), রহমত আলীর ছেলে জিলু আহমদ (২৫) এবং লিল মিয়ার ছেলে আব্দুর রুফ (৩৫)।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বড়লেখা থেকে কুলাউড়াগামী একটি সিএনজি চালিত অটোরিকশা দ্রুত গতিতে কুলাউড়ার উদ্যেশ্যে যাচ্ছিল। রতুলী বাজারের গেটঘর এলাকায় গেলে দ্রুত গতির সিএনজি নিয়ন্ত্রন হারিয়ে পার্শবর্তী খাদে পড়ে যায়। এসময় সিএনজিতে থাকা ৩ জন যাত্রী গুরুতর আহত হন।পরে স্থানীরা তাদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সর্দার বলেন, এ ঘটনায় পুলিশকে কেউ জানায়নি। আহতদের পক্ষ থেকে মামলা দেয়া হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।