• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শণী অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ১১, ২০২১
বিশ্বনাথে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রদর্শণী অনুষ্ঠিত

ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বিশ্বনাথ সিলেটের উদ্যোগে এক ছাগল প্রদর্শণী অনুষ্ঠিত হয়। শুরুতে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। এতে ৫০ জন ছাগল খামারী অংশগ্রহণ করেন। শ্রেষ্ঠ পাঠা পালনকারী মোঃ আশরাফ হোসেন এবং শ্রেষ্ঠ ছাগী পালনকারী মায়েছুর রহমান উভয়কে ১ টি করে মোট ২ টি রঙ্গিন এলইডি টেলিভিশন পুরস্কার প্রদান করা হয়। এছাড়া প্রত্যেক খামারীকে ৫ কেজি দানাদার খাদ্য এবং ভিটামিন, কৃমিনাশক, মিল্ক রিপ্লেসার, প্রদান করা হয়। এছাড়া জনাব ইয়াছিন আলীকে ১টি এবং পিংকু ধরকে ১ টি করে মোট ২ টি ছাগলের ঘর প্রদান করা হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ আব্দুস শহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রুস্তম আলী। ডা. আবুল বাশার জুয়েলের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুস সালাম, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, ইমদাদুর রহমান মিলাদ প্রমুখ।  প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন