• ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গোলাপগঞ্জের হিলালপুর গ্রামকে শতভাগ ছাগল-ভেড়ার পিপিআর টীকা গ্রহণ নিশ্চিতকরণ ঘোষণা

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ১১, ২০২১
গোলাপগঞ্জের হিলালপুর গ্রামকে শতভাগ ছাগল-ভেড়ার পিপিআর টীকা গ্রহণ নিশ্চিতকরণ ঘোষণা

প্রাণিসম্পদ বিভাগ ও সুচনা কর্মসূচীর যৌথ উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামকে শতভাগ ছাগল-ভেড়ার পিপিআর টীকা গ্রহণ নিশ্চিত করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে হিলালপুর গ্রামের মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুলবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মজনু আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. নাজমুুল হোসেন, হেলেন কিলার ইন্টারন্যাশনালের ডিভিশনাল ম্যানেজার নাজমুল হুদা, আরডিআরএস সিলেটের প্রকল্প সমন্ময়কারী মো. ফরাজদুক ভুঞা, হেলেন কিলার ইন্টারন্যাশনালের এনিম্যাল হাজভেন্ড্রী স্পেশালিষ্ট মো. হেমায়েত হোসাইল, হেলেন কিলার ইন্টারন্যাশনালের সিনিয়র টেকনিক্যাল অফিসার মহসিন আলী সর্দার, হেলেন কিলার ইন্টারন্যাশনালের টেকনিক্যাল অফিসার মো. রফিকুল ইসলাম, আরডিআরএসের উপজেলা সমন্ময়কারী মো. মাহফুজুর রহমান, আরডিআরএস জিসিডিও সেলিম রেজা। এছাড়া অনুষ্ঠানে কমিউনিটি ভ্যাকি্রানেটর রিনা এবং সুমনা বক্তব্য রাখেন। পরে হিলালপুর গ্রামের ১৭টি পরিবারের শতাধিক ছাগলকে টিকা প্রদানের মাধ্যমে শতভাগ টিকাপ্রদান নিশ্চিত করা হয়।  প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন