• ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শোক সভা

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ১৪, ২০২১
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শোক সভা

সিলেট ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী ও চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেনের পিতা মাতার রুহের মাগফেরাত কামনায় দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন এর উদ্যোগে শনিবার (১৩ মার্চ) রাতে বরইকান্দি হাবিব হোসেন কমপ্লেক্সে এক শোক সভ, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন এর সভাপতিত্বে, হাজী আব্দুস সাত্তার ও আতিকুর রহমানের পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাজারের মোতাওয়াল্লী সরেকওম ফতেহ উল্লাহ আল আমান, সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুতফুর রহমান, জেলা বারের সভাপতি এটি এম ফয়েজ উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমশের জামাল, আইন বিষয়ক সম্পাদক আজমল আলী, সহ প্রচার সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, দক্ষিন সুরমা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান এমাদ উদ্দিন নাসিরী, হাবিবুর রহমান হাবিব, সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদি ছয়ফুল, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সাবেক ছাত্র নেতা মাসুদ হোসেন, দক্ষিণ সুরমা আওয়ামী লীগ নেতা রাজ্জাক হোসেন, হাবিব হোসেন চেয়ারম্যানের ছেলে রায়হান হোসেন, রুম্মান হোসেন, রাহাত হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, মাহমুদ উস সমাদ চৌধুরী ছিলেন একজন জনপ্রিয় এমপি। তার মৃত্যুতে আমরা সিলেটবাসী অভিভাবক শুন্য হয়েছি। তিনি সিলেট ৩ আসনের উন্নয়ন অগ্রগতিতে যে অবদান রেখেছেন তা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন বলেন, প্রায় ১০ বছরের মধ্যে আলহাজ্ব মাহমুদ উস সমাদ চৌধুরীর নেতৃত্বে এ সরকারের দেওয়া প্রায় ৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তয়ান করেছি। আরো অনেক প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। আমরা তার কাছে চির ঋণী। আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুন।  প্রেস-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন