• ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী পালিত

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ১৭, ২০২১
কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী পালিত

কুলাউড়া প্রতিনিধি :::
কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
(১৭ মার্চ) বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, কুলাউড়া পৌরসভা, কুলাউড়া থানা পুলিশ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা স্কাউট্স, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়, কুলাউড়া ফায়ার সার্ভিস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে কেক কাটেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী। উপজেলা প্রশাসন কর্র্তৃক আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আনোয়ারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামারুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ বিনয় ভূষণ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মতলিব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে, সাবেক ডেপুটি কমান্ডার মো. মাসুক মিয়া, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ডা. সুলতান আহমদ, আওয়ামীলীগ নেতা নবাব জাদা আলী ওয়াজেদ খান বাবু প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাশেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানসহ অন্যান্য সকল অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন