কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেট বিভাগের নারী চা শ্রমিকদের পরিবারের সুরক্ষা বৃদ্ধি প্রকল্পের আওতায় ব্যবস্থাপনা ও সমঝোতা বিষয়ক কর্মশালা হয়। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১১ টায় মাধবপুর ইউনিয়ন সম্মেলন কক্ষে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু।
প্রশিক্ষণ কর্মকর্তা চম্পা পালের পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু-ধলই ভ্যালী সভাপতি ধনা বাউরী। অন্যদের মধ্যে ইউপি সদস্য কৃষ্ণলাল দেশোয়ারা, সংরক্ষিত নারী সদস্য সুমিত্রা বালা নুনিয়া, সহ-সভাপতি গায়েত্রী রাজভর, সাংগঠনিক শংকর তাঁতী, সাবেক চা শ্রমিক নেতা গোপাল নুনিয়া, দেওনারায়ন পাশি, ইমাম আনাম হোসেন, পুরোহিত মনিলাল চৌবে, মাধবপুর চা বাগান গ্রুপের সভাপতি রাধিকা গোয়ালা ও সাংবাদিক প্রমূখ।
উল্লেখ্য, সম্প্রতি ব্রেকিং দ্যা সাইল্যান্স এন্ড অক্সফাম জিবির উদ্যোগে বৃহত্তর সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলার ১১ টি উপজেলায় ২৫ টি চা বাগানে পাইলট প্রজেক্ট হিসাবে নারী চা শ্রমিক ও তাদের পরিবারের সুরক্ষা বৃদ্ধি প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়েছে।