• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

বালাগঞ্জে জেলা পরিষদ সদস্য লোকন কাপ ফুটবল টুর্ণামেণ্টের ফাইনাল শনিবার

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ১৮, ২০২১
বালাগঞ্জে জেলা পরিষদ সদস্য লোকন কাপ ফুটবল টুর্ণামেণ্টের ফাইনাল শনিবার

বালাগঞ্জে প্রতিনিধি ::::
বালাগঞ্জে অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদ সদস্য লোকন কাপ ফুটবল টুর্ণামেণ্টের ফাইনাল খেলা শনিবার বিকেল ৩টায় মোরার বাজারের উত্তরের মাঠে অনুষ্ঠিত হবে। টুর্ণামেণ্টের প্রবর্তক ও সিলেট জেলা পরিষদেও সদস্য লোকন মিয়া ফাইনালে সময় ও তারিখ নিশ্চিত করে বলেছেন, ঐতিহাসিক ঐ টুর্ণামেণ্টের সমাপনী ফাইনাল খেলায় দেশ-বিদেশের খেলোয়াড় নিয়ে উভয় দল মাঠে নামবে। ফাইনালে বঙ্গবীর ওসমানী স্পোটিং ক্লাব দয়ামীর বনাম বালাগঞ্জের বঙ্গবন্ধু স্পোটিং ক্লাব বাংলাবাজার একে অপরের মোকাবেলা করবে। তিনি ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, সিলেট-২ আসনের এমপি মুকাব্বির খানসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকার আশাবাদ ব্যক্ত করে উক্ত র্টুণামেন্ট সফল সমাপ্তির জন্য সবার উপস্থিতি ও সার্বিক সহযোগীতা কামনা করেছেন।
উল্লেখ্য, উক্ত টুর্ণামেন্টে ১ম পুরস্কার একটি কাপ এবং নগদ একলাখ টাকা। ২য় পুরস্কার হিসেবে রয়েছে একটি কাপ এবং নগদ ৫০হাজার টাকা।

সংবাদটি শেয়ার করুন