• ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের বিভাগীয় ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ২০, ২০২১
পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের বিভাগীয় ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন, সিলেট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার হলরুমে এ সম্মেলনে সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন, সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সৈয়দ নকিবুর রহমানের সভাপতিত্বে ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আবদুল আলীম মোল্লা। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুস সাত্তার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সুমন দত্ত, যুগ্ম সম্পাদক মো. কামাল উদ্দিন, অর্থ সম্পাদক মো. মুজিবুর রহমান, আইন সম্পাদক কামরুজ্জামান কামাল, সহ প্রচার সম্পাদক আবদুল কুদ্দুস শামীম, নির্বাহী সদস্য শাহনেওয়াজ আহমদ।
সম্মেলনে সিলেট বিভাগের ১৯ পৌরসভায় কর্মরত এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে সৈয়দ নকিবুর রহমানকে সভাপতি, নিকুঞ্জ ব্যানার্জিকে সাধারণ সম্পাদক ও এলমিন সুলতানাকে সাংগঠনিক সম্পাদক করে সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি আবদুল আলীম মোল্লা।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে আদালতের রায় বাস্তবায়নের দাবি জানান বক্তারা।  প্রেস-বিজ্ঞপ্তি
সংবাদটি শেয়ার করুন