• ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বালাগঞ্জে জেলা পরিষদ সদস্য লোকন কাপ ফুটবল টুর্ণামেণ্ট সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ২১, ২০২১
বালাগঞ্জে জেলা পরিষদ সদস্য লোকন কাপ ফুটবল টুর্ণামেণ্ট সম্পন্ন

বালাগঞ্জ প্রতিনিধি :::
বালাগঞ্জে অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদ সদস্য লোকন কাপ ফুটবল টুর্ণামেণ্ট-২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় উপজেলার মোরার বাজারের উত্তরের মাঠে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও খেলোড়ারদের হাতে পুরস্কার তুলেদেন সিলেট-২ আসনের এমপি মুকাব্বির খান। অনুষ্ঠানে প্রদানবক্তা ছিলেন আওয়ামী
লীগের সাবেক কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। সভাপতিত্ব করেন টুর্ণামেণ্টের প্রবর্তক ও সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া। ধারাভাষ্যকার রুহুল আমিন, নাবিল হায়দার ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির
সাধারণ সম্পাদক এস আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি েিহিসবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া চেয়ারম্যান, সিলেট কুশিয়ারা কনভেনশন হলের
সত্যাধিকারী ও ক্রীড়ানুরাগী হুমায়ুন আহমেদ, জাপার কেন্দ্রীয় নেতা মো. মুজিবুর রহমান মুজিব, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান,  বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, দক্ষিন সুরমা
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল
ইসলাম মধু, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম ফখর উদ্দিন, সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, সাবেক চেয়ারম্যান ও লেখক আব্দুল হাই মশাহি, জালালপুর
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সুলেমান হুসেন, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এমএ মালেক, ক্রীড়ানুরাগী আজমল আলী মাসুক, আছলাম খান, আনোয়ার হোসেন আনোয়ার, মুক্তার আহমদ বকুল, মকবুল হোসেন, চঞ্চল পাল, আব্দুর রউফ আব্দুল, খলকু মিয়া, শিরমান উদ্দিন, ডা. এনামুল হক, নয়ন তালুকদার, ওসমানীগর উপজেলা প্রেসক্লাবের অর্থ-সম্পাদক আবুল কালাম আজাদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এসএম হেলাল, সিলেট জেলা ছাত্রলীগ নেতা
শেখ শরীফ আহমদ রাজা, খেলা পরিচালনা কমিটির কর্মকর্তা বুরহান উদ্দিন, আব্দুল হাদি, জাহাঙ্গীর আলম, শামীম আহমদ, খলিলুর রহমান, তারেক আহমদ, সিদ্দিকুর রহমান প্রমূখ। ফাইনাল খেলায় দেশ-বিদেশের খেলোয়াড় নিয়ে গঠিত উভয় দলই নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র করে। পরে বঙ্গবীর ওসমানী স্পোটিং ক্লাব দয়ামীরকে ট্রাইব্রেকারে ৪-৫ গোলে পরাজিত করে, বালাগঞ্জের বঙ্গবন্ধু স্পোটিং ক্লাব বাংলাবাজার চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা পরিচালনা করেন আনোয়ার হোসেন সাজু, কবির আহমদ হিরা, আব্দুল হামিদ ও আপ্তাব উদ্দিন। এদিকে টুর্ণামেন্ট সফল ভাবে সম্পন্ন হওয়ায় “আল্লাহর শুকরিয়া আদায়” করে  টুর্ণামেণ্টের প্রবর্তক ও সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়ার আয়োজন
কমিটি, এলাকাবাসী, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাকিদসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃজ্ঞতা জানান।
উল্লেখ্য, বিগত ১৯ ফেব্রুয়ারি মোট ৮টি দল নিয়ে এ টুর্ণামেন্টে শুরু হয়।
উক্ত টুর্ণামেন্টে ১ম পুরস্কার ছিল একটি কাপ এবং নগদ একলাখ টাকা। ২য়
পুরস্কার হিসেবে ছিল একটি কাপ এবং নগদ ৫০হাজার টাকা।

সংবাদটি শেয়ার করুন