• ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কানাইঘাটে মাস্ক ব্যবহারে পুলিশের কর্মসূচী পালিত

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ২৩, ২০২১
কানাইঘাটে মাস্ক ব্যবহারে পুলিশের কর্মসূচী পালিত

কানাইঘাট প্রতিনিধিঃ
মাস্ক পরার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সিলেটের কানাইঘাট থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালন করা হয়েছে।  মঙ্গলবার দুপুরে থানা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কানাইঘাট উত্তর বাজার পর্যন্ত জনসাধারণের মুখে থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক পরিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম সহ থানার এসআই, এএসআই সহ একদল পুলিশ। তারা উপজেলা রোড সহ কানাইঘাট বাজারে আগত সাধারণ নারী পুরুষের মুখে মূখে মাস্ক পরিয়ে দেন। এবং হ্যান্ড মাইকে সবাইকে কোভিড থেকে রক্ষা পেতে মাস্ক পরার আহবান জানান। পরে কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জানান বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এ উদ্যেগ নেওয়া হয়েছে। সেই লক্ষে সারা দেশের পুলিশ এ কর্মসূচী পালন করছে। কারন মানুষকে সচেতন করতে তারা এ উদ্যোগ নিয়েছেন। তিনি উল্লেখ করে বলেন গত বছরের কঠিন সময়েও তারা জীবনের ঝুকি নিয়ে এ ধরণের ভুমিকা পালন করেছেন। তারা সব সময়ে মানুষের বন্ধু হয়ে পাশে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন