• ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাংবাদিক শফির মাতার মৃত্যুতে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের শোক

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ২৩, ২০২১
সাংবাদিক শফির মাতার মৃত্যুতে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের শোক

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এবং এটিএন নিউজ (ইউকে) এর সিলেট প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম শফির মাতা; সিলেট নগরীর শামীমাবাদ আবাসিক এলাকার প্রবীণ ব্যক্তিত্ব মরহুম মোহাম্মদ আব্দুল গফুরের স্ত্রী সমতেরা বিবির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান সিনিয়র সহ সভাপতি এম এ মালেক,সহ সভাপতি এম এ রউফ ও সাধারন সম্পাদক এস এম জহুরুল ইসলামসহ ক্লাবের নেতৃবৃন্দরা।

মঙ্গলবার সন্ধ্যায় এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। শোকবার্তায় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য সমতেরা বিবি মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর পৌণে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বার্ধক্যজনিত রোগে অসুস্থাবস্থায় তাকে দুপুরে শামীমাবাদের ৪ নং রোডের ১৬ নং বাসা থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি মৃত্যুকালে ৪ ছেলে ও ৪ মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৯০ বছর।

কাল বুধবার বাদ জোহর নগরীর হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক শফিকুল ইসলাম শফি। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন