• ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ২রা রমজান, ১৪৪৪ হিজরি

ছাতকে দু’দিন ব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ২৭, ২০২১
ছাতকে দু’দিন ব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন

ছাতক প্রতিনিধি : ছাতকে দু’দিন ব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুহিবুর রহমান মানিক এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোয়ারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতীক, ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ প্রমুখ। উন্নয়ন মেলায় উপজেলা প্রশাসন, ছাতক পৌরসভা, ভুমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এলজিইডি, ছাতক থানা, পরিবার পরিকল্পনা, কৃষি অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ, প্রানী সম্পদ, মাধ্যমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, সমাজসেবা, সমবায়, পরিসংখ্যান, বিআরডিবি, জনস্বাস্থ্য কার্যালয়, নির্বাচন অফিস, সূর্য্যর হাসি, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন কার্যালয়, আমার বাড়ি আমার খামার ও তথ্য আপা কার্যালয়ৈর পক্ষ থেকে ষ্টল বসানো হয়। এদিকে সড়ক ও জনপথ বিভাগ, সকল ডিজিটাল সেন্টার ও খাদ্য অধিদপ্তরের জন্য ষ্টল বরাদ্দ থাকলেও উন্নয়ন মেলায় অংশ নেয়নি।

সংবাদটি শেয়ার করুন