• ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২২শে জিলকদ, ১৪৪৪ হিজরি

দক্ষিণ সুনামগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ২৭, ২০২১
দক্ষিণ সুনামগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: স্বাধীনতা দিবসে সারাদেশে মুসল্লী ও মাদ্রাসা ছাত্রদের ওপর হামলা এবং পুলিশের গুলিতে ৫ জনের মৃত্যুর ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম।

শনিবার (২৭ মার্চ) দুপুর ২ টায় উপজেলার পাগলা বাজারের কান্দিগাঁও জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ শেষে পাগলা বাজারের কলেজ মার্কেটে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় মাওলানা সুলতান আহমদ’র সভাপতিত্বে ও মাওলানা হাফিজ আবু সাঈদের সঞ্চালনায়,বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা আফসার উদ্দিন, হাফিজ আব্দুল গাফফার, মাওলানা আব্দুল হাই, মাওলানা আতিকুল ইসলাম, মাওলানা খলিলুর রহমান, আবুল কালাম ও মাওলানা শামীম আহমদ।

এসময় মাওলানা জিয়াউদ্দিন ইউসুফ, মাওলানা বেলাল আহমদ, মুফতি রুহুল আমীন শাহার সহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন