ছাতক প্রতিনিধি :
ছাতকে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ফুলেল শ্রদ্ধা জানাতে মাধবপুর শিখা সতের স্মৃতিসৌধ ও ছাতক কেন্দ্রিয় শহীদ মিনারে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পন করা হয় সরকারী, বেসরকারী ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে। শুক্রবার প্রত্যুষে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্যেমে দিনটির শুভ সূচান করা হয়। পরে মাধবপুর ”শিখা সতের” স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন, মুহিবুর রহমান মানিক এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ, ছাতক থানা, ছাতক প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠন। দিবসের প্রথম প্রহরে কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন ছাতক পৌরসভার পক্ষে পৌর পরিষদ, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরীর নেতৃত্বে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠন, ছাতক-দোয়ারা ইয়ংষ্টার ব্লক, ছাতক ডিগ্রী কলেজ, ছাতক সরকারী বহমুখী মডেল উচ্চ বিদ্যালয়, ফারিয়া, হোটেল মালিক সমিতি,সহ বিভিন্ন সামাজিক সংগঠন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম(মন্টুবাবুর মাঠ) কে আকর্ষনীয় সাজে সজ্জিত করা হয়। সকালে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন উত্তোলন করেন মুহিবুর রহমান মানিক এমপি। এসময় সমবেত কণ্ঠে শুদ্ধস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ। জাতীয় সংগিত শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। পরে পুলিশ ও আনসার বাহিনী, বিএনসিসি নারী-পুরুষ স্কাউট দলের কুচকাওয়াজ প্রদর্শন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীবের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, এএসপি, ছাতক সার্কেল বিল্লাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ওসি শেখ নাজিম উদ্দিন, প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার প্রমুখ। বিকেলে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে কাবাডি ও প্রিতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় শহরের কেন্দ্রিয় শহীদ মিনারে আলোচনা সভা ও উপজেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।