• ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দোয়ারাবাজারে আধুনিক মার্কেট ও পাকা সড়কের উদ্বোধন করলেন এমপি মানিক

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ২৮, ২০২১
দোয়ারাবাজারে আধুনিক মার্কেট ও পাকা সড়কের উদ্বোধন করলেন এমপি মানিক
দোয়ারাবাজার প্রতিনিধিঃ দোয়ারাবাজারে সাড়ে ৪ কোটি টাকা সরকারি অনুদানে আধুনিক মার্কেট ও ২কোটি টাকা ব্যায়ে পাকা সড়কের উদ্বোধন করেছেন সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক। শনিবার দুপুরে উপজেলার দোহালিয়া ইউনিয়নের বঙ্গবন্ধুবাজারে মাল্টিপারপাস বিল্ডিং উদ্বোধনের পর এক অনুষ্ঠানে দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, ময়মনসিংহ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামছুল ইসলাম প্রমুখ। পরে সংসদ সদস্য দোহালিয়া প্রগতি উচ্চবিদ্যালয় ও কলেজ, প্রতাপপুর চৌমুহনীতে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় সাংবাদিক এম এ করিম লিলুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন