সিলেটে হেফাজতের হরতাল চলাকালে সাংবাদিকের গাড়িতে হামলা চালিয়েছে পিকেটাররা। সিলেট নগরীর শিবগঞ্জ ফরহাদখাঁ পুলের সম্মুখে সোনারপাড়া এলাকার কতিপয় পিকেটাররা দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার সম্পাদক ফারুক আহমেদের গাড়িতে হামলা চালায়। এ সময় তারা লাঠি দিয়ে আঘাত করে গাড়ির কাঁচ ভেঙ্গে দেয়। রবিবার বেলা ৩টা ৩০মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার পরপর স্থানীয়রা জানিয়েছেন হামলাকারীরা নগরীর সোনারপাড়ার বাসিন্দা । হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়। সিলেট শাহপরাণ থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন জৈন্তা বার্তা পত্রিকার সম্পাদককে ।
এ প্রসঙ্গে দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ জানান আমার গাড়িতে হামলাকারীরা হেফাজত নেতাকর্ম বলে মনে হয়নি, তবে স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান হামলাকারীরা জামাত-শিবির এবং ছাত্রদলের কতিপয় বিশৃংখলাকারী। তিনি আরো বলেন বড় বড় অক্ষরে গাড়িতে পত্রিকার লোগো সম্বলিত স্টিকার থাকা সত্বেও হেফাজতের ছদ্মাবরণে ছাত্রশিবির ও ছাত্রদলের উশৃংখল কর্মীরাই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নত করে মামলার প্রস্তুতি নেয়া হবে বলে তিনি জানিয়েছেন। প্রেস-বিজ্ঞপ্তি।