• ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

কানাইঘাট বাজারে সদাইপাতি ট্রেডার্সের যাত্রা শুরু

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ২৮, ২০২১
কানাইঘাট বাজারে সদাইপাতি ট্রেডার্সের যাত্রা শুরু

কানাইঘাট প্রতিনিধি:
কানাইঘাট মধ্য বাজারে সবধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সমাহার নিয়ে সদাইপাতি ট্রেডাসের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ২টায় মিলাদ ও দোয়া মহফিলের মাধ্যমে এ ব্যবসা প্রতিষ্টানের যাত্রা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার মুহতামিম আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরী, শাইখুল হাদিস মাওলানা আলিম উদ্দিন দূর্লভপুরী, প্রবীন সাংবাদিক এমএ হান্নান, বাজার বণিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক মাহবুবুর রশিদ, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফিজ মাওলানা জামাল উদ্দিন, সদাইপাতি ট্রেডারসের পরিচালক সিফত উল্লাহ, জাহাঙ্গির আলম, যুব নেতা জুবায়ের আহমদ সহ বাজারের ব্যবসায়ীবৃন্দ ও গন্যমান্য বক্তিবর্গ। ব্যবসা প্রতিষ্টানের পরিচালক সিফত উল্লাহ বলেন, ক্রেতারা কম মূল্যে যাতে করে একি ব্যবসা প্রতিষ্টান থেকে তাদের সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র কিনতে পারেন এজন্য ব্যবসা প্রতিষ্টানটি খুলেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন